একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ এর সকল প্রযুক্তিগত দিক পরিচালনার কাজের জন্য‌ ২০ এপ্রিল ২০২০ তারিখে গঠিত হয় একাত্তর মিডিয়া টিম। প্রতিষ্ঠার পর থেকে প্রথম আন্তঃইউনিট অনলাইনভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের মাধ্যমে শুরু হয় ইএমটির পদযাত্রা।পেইজ পরিচালনা, বিভিন্ন অনুষ্ঠানের পোস্টার/ব্যানার তৈরি, একাত্তরের সদস্যদের ডাটাবেজ সংরক্ষণ, অনলাইন ক্রু মিটিং নির্ঝঞ্ঝাটভাবে সম্পন্নের লক্ষ্যে গত এক বছর ধরে সফলতার স্বাক্ষর রেখে আসছে।