একাত্তুর মুক্ত স্কাউট গ্রুপ - স্বাধীনতা দিবস উৎযাপন ২০১৯ ।। বেশ বর্ণাঢ্য ভাবে ও আনন্দমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন করলো একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ। ২৬ শে মার্চ ইব্রাহিম আইডিয়াল স্কুল, দক্ষিণ বণশ্রী এর প্রাঙ্গনে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ। সকাল ১০.০০ মিনিটে জাতীয় সংগীত ও জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিম আইডিয়াল স্কুলের ছাত্রছাত্রীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে। রোভার স্কাউট সদস্যরা বিদ্যালয় প্রাঙ্গণে স্কাউটরা যেভাবে ক্যাম্পে থাকে; তাঁবু, গ্যাজেট, ক্যাম্প এরিনা, ফ্ল্যাগ পোলের মাধ্যমে তার একটি নমুনা প্রদর্শন করেন। শিক্ষার্থীরা এ মডেল পরিদর্শ করেন। পরে রোভাররা এ প্রদর্শণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে স্কাউটিং এর তাৎপর্য, তাবুবাসের নিয়মাবলী, বিভিন্ন দক্ষতা, স্কাউটিংের ইতিহাস তুলে ধরেন। এরপর একে একে শিক্ষার্থীদেরদের জন্য ৪টি স্টেশনের মাধ্যমে অয়োজন করা হয় আনন্দদায়ক কিমস গেমস যেমন- পঞ্চ ইন্দ্রিয়ের খেলা, ওয়াটার পাসিং, সংবাদ প্রেরণ। অত্যন্ত আনন্দের সাথে খোলগুলো উপভোগ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। সমাপণী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইব্রাহীম আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক, একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের মেয়ে দলের রোভার স্কাউট লিডার জনাব সিদ্দিকা রহমান ও একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের ট্রেজারার জনাব রাজীব পাল। অনুষ্ঠানের প্রধান ব্যাক্তিত্ব ছিলেন একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক জনাব শ.ম. এনামুল হক। এরপর উনারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরনামুলক বক্তব্য প্রদান করেন এবং তাদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন। অনুষ্ঠানের শেষপ্রান্তে একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের মাননীয় গ্রুপ সভাপতি জনাব, ডঃ নিজামুদ্দিন আহমেদ স্যারের উপস্থিতি এই উৎসবকে করে তোলে আরো মহিমান্বিত। পরবর্তীতে রোভার স্কাউট সদস্যদের মাঝে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক দলীয় র্যাপিড কুইজ এবং টিম প্ল্যানিং অনুষ্ঠিত হয়, এরই মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটে।