একাদশ জাতীয় রোভার মুট
২৫-৩১ জানুয়ারি ১০১৭
টুঙ্গিপাড়া,গোপালগঞ্জ! !!
ভ্যানের শহর গোপালগঞ্জ! ! ❤
৭ টি দিন ,১৫ টি রোমাঞ্চকর ,চ্যালেঞ্জিং ,শিক্ষামুলক ও আনন্দায়ক চ্যালেঞ্জ! ! সুস্থ দেহ সুন্দর মন(Morning Exercise),তাঁবু কলা(Camp Craft),জল তরঙ্গ(Water Activities),বাঁধা পেরিয়ে(Obstacle),অজানার পথে(Hiking),আনন্দ খেলা(Fun & Game),মানুষ মানুষের জন্য(Community Development),যাবো বহুদুর(Career Planning),জিডিভি(Global Development Village),আমার দক্ষতা(Scout Skill),বঙ্গবন্ধু বাংলাদেশ(Bangabandhu Bangladesh),আমরাও পারি(Youth Forum),তাঁবু জলসা(Camp Fire),শান্তি ও সম্প্রীতি(Faith & Believe),আমার সময়(Youth Zone) "! এছাড়াও ছিল আকর্ষণীয় Opening Ceremony,Top Achiever's Reunion,Closing Ceremony & Grand Camp Fire !! ১০,০০০ মানুষের সমাবেশ গোপালগঞ্জের মানিকদাহ দেখার মত একটি জায়গা! গোপালগঞ্জ এর ভালো মানুষগুলোদের ধন্যবাদ. দিনের কঠোর রোদ এবং রাতের তীব্র কুয়াশাময় শীত দুটোই উপভোগময় ছিল.প্রকৃতিতে শীতের এই আমেজ গোপালগঞ্জ না গেলে আর দেখা হত না মনে হয় .গোপালগঞ্জের প্রকৃতি ও মানুষ দুটোই চমৎকার।
এ.এইচ.এম.কামরুজ্জামান ভিলেজের ঘাঘর নদী সাবক্যাম্প.
সবমিলিয়ে অসাধারণ একটি ক্যাম্প উপহার দেওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশ স্কাউটসকে ।