৩য় জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প২৬-৩০ মার্চ ২০২২কিশোরগঞ্জের মিঠামইন
২৬-৩০ মার্চ ২০২২ বাংলাদেশের রাষ্ট্রপতির বসত এলাকা এবং দেশের অপরূপ সৌন্দর্যমন্ডিত হাওড় কিশোরগঞ্জের মিঠামইনে অনুষ্ঠিত হয় ৩য় জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প।উক্ত ক্যাম্পে একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের ৬ জন সদস্য অংশগ্রহন করেন। এই ৬ জনের মধ্যে ৩ জন রোভার সদস্য ছিলেন পার্টিসিপেন্ট, ২ রোভার সদস্য ভলান্টিয়ার এবং ১ জন ইয়াং লিডার কর্মকর্তা হিসেবে অংশগ্রহণ করেন।
"যথাযথ প্রস্ততি, দুর্যোগে কমবে ক্ষতি" থিম কে সামনে রেখে আকর্ষনীয় কিছু থ্রিল (চ্যালেঞ্জ) নিয়ে ২৬ মার্চ পর্দা উঠে ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্বের।
থ্রিল ১ - আমার কি করা উচিৎথ্রিল ২ - ঘূর্ণিঝড়ের সাথে দেখা করুনথ্রিল ৩ - হাওরথ্রিল ৪ - দ্রুত ও ক্ষিপ্তথ্রিল ৫ - ফান এন্ড গেমথ্রিল ৬ - মিঠামইনকে সুন্দর করুনথ্রিল ৭ - ব্লাস্টারথ্রিল ৮ - নিজেকে উন্নত করুনথ্রিল ৯ - মহামান্যের থেকে আতিথেয়তা
প্রতিটি থ্রিলে একাত্তর মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভাররা সফলতার সাথে অংশগ্রহণ করে।এই ক্যাম্পে অংশগ্রহণকারী সকল সদস্য শিক্ষাগ্রহণ করেছে কিভাবে একটি দুর্যোগে মোকাবেলা করে বাঁচতে হয়। প্রতিটি থ্রিলে দূর্যোগের ব্যবস্থাপনা নিয়ে নতুন নতুন জ্ঞান অর্জন করতে পেরেছে।