প্রতিবারের মতো এবারও ৯ জুন ২০১৮ খ্রিষ্টাব্দ (২৩ রমজান ১৪৩৯ হিজরি) রোজ শনিবার বিকাল ৫:৩০ ঘটিকায় রোভার ডেন, ৭১ মুক্ত স্কাউট গ্রুপ, ৩৩২ (৪র্থ তলা) এলিফেন্ট রোড, ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ এর বার্ষিক স্কাউটস ওন এবং ইফতার ও দোয়ার অনুষ্ঠান . এবারের ইফতার অনুষ্ঠান একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ এর নিজস্ব স্কাউট ডেন অর্থাৎ যেখান থেকে তাদের সব কার্যক্রম পরিচালিত হয় সেখানে অনুষ্ঠিত হয়। স্কাউটস ওন এবং ইফতার অনুষ্ঠানে গ্রুপের গ্রুপ সভাপতি, গ্রুপ সম্পাদক, রোভার স্কাউট লিডারবৃন্দ, সিনিয়র রোভার মেট, রোভার মেটসহ রোভার সদস্যবৃন্দ উপস্হিত ছিল। বার্ষিক স্কাউটস ওন এবং ইফতার ও দোয়ার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাত্তুর মুক্ত স্কাউট গ্রুপ এর গ্রুপ সম্পাদক জনাব, শ.ম. এনামুল হক। শুরুতেই স্কাউটস ওন। স্কাউটস ওন এর ব্যাখ্যা ও মাহাত্ম তুলে ধরেন ছেলেদের ইউনিট এর রোভার স্কাউট লিডার জনাব, মুনীর আহমেদ ভুইয়া। তারপর একে একে বিভিন্ন সদস্য কুরআন তিলাওয়াত হেকে শুরু করে হামদ-নাত এর মাধ্যমে তাদের স্কাউটস ওন কে আরো গাম্ভীর্যপূর্ণ করে তোলে। সব শেষে গ্রুপ সভাপতি জনাব, নিজামউদ্দিন আহমেদ স্যার এর মূল্যায়ন এর মাধ্যমে স্কাউটস ওন এর সমাপ্তি হয়। এছাড়াও গত বছর যেসকল রোভার অষ্টাদশ আঞ্চলিক রোভার মুট ২০১৭ এবং এ বছর যে সকল রোভার সদস্য দক্ষতা অর্জন কোর্স ২০১৭ ও ২০১৮ তে অংশগ্রহন করে তাদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয় যে সকল স্কাউটার আমাদের মধ্য থেকে বিদায় নিলেন তাদের রুহের মাগফিরাতের জন্য, দেশের জন্য, সর্বোপরি সকলের জন্য দোয়া করা হয়। অত্যন্ত আনন্দঘন পরিবেশের মাধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপিত হয় । অসংখ্য ধন্যবাদ একাত্তুর মুক্ত স্কাউট গ্রুপের সবাইকে।