একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ এর "বার্ষিক স্কাউট’স ওন ২০২১"
বর্তমান করোনা পরিস্থিতির জন্য স্বশরীরে আয়োজন করা সম্ভব হয়নি বিধায় গত বছর ন্যায় এ বছরও ভার্চুয়ালি আয়োজন করা হচ্ছে।
প্রতিবারের ন্যায় এবারো আমাদের স্কাউট’স ওন-এ উপস্থিত হয়েছেন একজন বীর মুক্তিযোদ্ধা ও প্রধান স্কাউট ব্যক্তিত্ব।
আমাদের এই "বার্ষিক স্কাউট‘স ওন ২০২১" এ প্রধান মুক্তিযোদ্ধা ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত আছেন জনাব শমসের মবিন চৌধুরী (বীর বিক্রম),
বীর মুক্তিযোদ্ধা,
সাবেক সচিব পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়,
সাবেক রাষ্ট্রদূত,
শ্রীলঙ্কা, জার্মানি, ভিয়েতনাম, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র