Ekattur Open Scout Group is very delighted for our very own Group President Valient Freedom Fighter Ar Prof. Dr. Nizamuddin Ahmed on his this precious occasion. Ekattur Open Scout Group congratulates him on this auspicious occasion of the launching ceremony of his new book “Good Architecture depends on Good Client” written by him.
The Book Launching ceremony held at Institute of Architects Bangladesh (IAB) where Dr. Dipu Moni, MP, Honourable Minuster for Education has cordially attended as the Chief Guest. The event was chaired by Prof Dr. Khandoker Shabbir Ahmed, President, Institute of Architects Bangladesh.
Ar Khadem Ali, Former President of IAB and Prof. Dr. Muntassir Mamoon currently appointed as the Bangabandhu Chair at Chittagong University were also present as Special Guests.
Besides his beloved wife Ar Prof. Dr. Zebun Nasrin Ahmed and his daughter Iman Nasrin Ahmed were also there. Not to mention they surprised the whole audience through their artistic voice.
And many architects attended the whole session.
And prominent singer Tanzir Chowdhury Tuhin who is Dr. Nizam's student was there to take the session to a whole new level with his voice and addressed the audience.
Ar Prof. Dr. Nizamuddin Ahmed is not just an Architect
He is a valient Freedom Fighter
He is a Scout
He is a Rotarian
He is a Teacher
He is a Sports Journalist
He is the man behind "Chintito"
He is Former Vice Chancellor of BUFT
He is the Pro-Vice Chancellor of National University and many more.
Ekattur Open Scout Group congratulates him once again!
.
.
.
স্থপতি অধ্যাপক ড. নিজামউদ্দিন আহমেদ
যিনি একাধারে একজন বীর মুক্তিযোদ্ধা
একজন স্থপতি
একজন শিক্ষক
একজন স্কাউট
একজন রোটারিয়ান
একজন ক্যাডেট
একজন ক্রীড়া সাংবাদিক
“চিন্তিত”র পিছনের কারিগর
একজন উপাচার্য
একজন উপ-উপাচার্য
একজন লেখক
একজন........
যার পরিচয় বলে শেষ করা যায় না
তিনি এমনই একজন ব্যক্তিত্ব যার সম্পর্কে যত বলা যায় ততই কম হয়ে যায়।
এরই পাশাপাশি তিনি একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ এর সম্মানিত সভাপতি।
গত ৩০ সেপ্টেম্বর ইন্সটিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) এ অনুষ্ঠিত হয়ে গেল আমাদের সকলের প্রিয় স্থপতি অধ্যাপক ড. নিজামউদ্দিন আহমেদ স্যার এর নব লিখিত বই
“Good Architecture depends on Good Client” এর পুস্তক উন্মোচন অনুষ্ঠান।
যেখানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ড. দিপু মণি, এমপি মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্তমান আইএবি সভাপতি স্থপতি ড. খন্দকার সাব্বির আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি খাদেম আলী, আইএবি সভাপতি (২০০৫-২০০৭) এবং অধ্যাপক ড. মুনতাসির মামুন, বঙ্গবন্ধু চেয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এছাড়াও তার এই বিশেষ আয়োজনে তার সহধর্মিণী স্থপতি অধ্যাপক ড. জেবুন নাসরিন আহমেদ এবং তার কন্যা ইমান নাসরিন আহমেদ যিনি একজন ফ্যাশন ডিজাইনার উপস্থিত ছিলেন। পাশাপাশি তারা তাদের মনোমুগ্ধকর গলার গান পরিবেশনা করে উপস্থিত সকলকে উদ্দীপনা প্রদান করেছেন।
এছাড়াও উপস্থিত ছিলেন খুবই পরিচিত এবং সকলের পরিচিত গায়ক তানজীর চোধুরী তুহিন যিনি কিনা ড. নিজামউদ্দিন আহমেদ স্যার এর ছাত্র ছিলেন। তিনি আমাদের লেখককে তার অভিভাবক উল্লেখ করে তার অনুভূতি ব্যক্ত করেন এবং তার কন্ঠে একটি গান পরিবেশন করেন যা আয়োজনটিকে একটি অন্য মাত্রায় নিয়ে যায়।
একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ স্থপতি অধ্যাপক ড. নিজামউদ্দিন আহমেদ স্যার এর এই বিশেষ মুহূর্তে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছে এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করছে।