স্কাউট ও রোভার স্কাউটদের তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি সহ আধুনিক জ্ঞান বিজ্ঞানের কলাকৌশল অর্জনের লক্ষ্যে ০৮-০৯ জুলাই ২০১৭ শনিবার- ররিবার দেশব্যাপী জাতীয় ইন্টারনেট জাম্বুরী ২০১৭ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায় জাতীয় সদর দফতর, কাকরাইল, ঢাকায় বেইস ক্যাম্প হতে জাম্বুরীর কার্যক্রম মনিটরিং করা হচ্ছে ও ০৮ জুলাই ১৭ তারিখ সকাল ১০-০০ টায় আনুষ্ঠানিকভাবে জাম্বুরী উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত থেকে জাম্বুরী উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ কমিশনার (স্পেশাল ইভেন্টস) জনাব মোঃ মনিরুল ইসলাম খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আরশাদুল মুকাদ্দিস। উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ কমিশনার (এডাল্ট রিসোর্সেস) জনাব মোঃ আরিফুজ্জামান, বাংলাদেশ স্কাউটস এর যুগ্ম নির্বাহী পরিচালক জনাব মোঃ আবু মোতালেব খান, স্পেশাল ইভেন্টস বিষয়ক জাতীয় কমিটির সদস্যবৃন্দ।
অংশগ্রহণকারীগণ অনলাইনে https://www.bsnij.com ওয়েভসাইট এ প্রবেশ করে রেজিঃ সম্পন্নপূর্বক জাম্বুরীতে অংশগ্রহণ করছে। জাম্বুরীতে সফল অংশগ্রহণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারী অনলাইনে জাম্বুরী সার্টিফিকেট লাভ করবে। প্রথম জাতীয় ইন্টারনেট জাম্বুরীতে অংশগ্রহণের জন্য সকল স্কাউট ও রোভার স্কাউটগণকে আমন্ত্রণ জানানো যাচ্ছে। আঞ্চলিক স্কাউটসের সার্বিক তত্ত্বাবধানে দেশের জেলা স্কাউটস, জেলা রোভার, উপজেলা স্কাউটস ও ইউনিট এর পরিচালনায় সুবিধাজনক স্থানে এই প্রোগ্রাম বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়াও স্কাউট ও রোভার স্কাউটগণ নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা বাসা থেকেও স্মার্ট ফোন, ল্যাপটপ ও কম্পিউটারের সাহায্যে ইন্টারনেট জাম্বুরীতে অংশগ্রহণ করতে পারে।