গত ৮ এপ্রিল ২০২৩ তারিখে সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেলো একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের স্কাউটস ওন এবং গ্রুপ ইফতার-২০২৩। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কর্ণেল তৌফিকুর রহমান(অবঃ) এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের সম্মানিত গ্রুপ সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. নিজাম উদ্দিন আহমেদ।পুরো অনুষ্ঠান জুড়ে ছিল একাত্তরের রোভারদের মনোমুগ্ধকর পরিবেশনা।একইসাথে এদিন একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের নতুন ক্রু কাউন্সিল ঘোষণা,নবনিযুক্ত সহকারী রোভার মেট,রোভার মেট ও সিনিয়র রোভার মেটদের র্যাঙ্ক ব্যাজ প্রদান এবং বিদায়ী সিনিয়র রোভার মেটদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।