১৭-২২ ফেব্রুয়ারি ২০২০ দেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকত সংলগ্ন সাবরাং ট্যুরিজম পার্ক, টেকনাফ, কক্সবাজারে অনুষ্ঠিত হয়ে গেলো ২য় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প। এই ক্যাম্পে একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের ২টি ইউনিট (ছেলে ও মেয়ে) সফলতার সাথে অংশগ্রহণ করে। "উন্নয়নে এগিয়ে" থিমকে সামনে রেখে আকর্ষণীয় কিছু চ্যালেঞ্জ নিয়ে ১৭ই ফেব্রুয়ারি পর্দা উঠে ২য় জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্পের। মর্নিং বিচ, ক্যাম্প ক্রাফট, অ্যাডভেঞ্চার/রং ক্লাইম্বিং, ইয়ুথ ভয়েস, হাইকিং ও স্কাউট স্কিল, সেভ দ্যা কোরাল, সেইভ দ্যা এনভাইরনমেন্ট অ্যান্ড আর্ন মানি, বেটার ওয়ার্ল্ড, বিচ ফান, ক্যাম্প ফায়ার, অপারেশন সেইন্ট মার্টিন এছাড়াও ছিল আকর্ষণীয় সব ইভেন্টস। মুক্ত দলের রোভার ও স্কাউটদের অংশগ্রহণে এটি রোভার ও স্কাউটদের মহামিলনমেলায় পরিণত হয় এরই ধারাবাহিকতায় একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ এই সিবিএসসি ক্যাম্প এ অংশগ্রহন করে। এই ক্যাম্প ছিল একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের জন্য একটি কৃতিত্বের ক্যাম্প । প্রত্যেকটি চ্যালেঞ্জ একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ সফলতা অর্জন করে। ক্যাম্প ক্রাফট অর্থাৎ তাঁবু কলায় একাত্তরের দুইটি ইউনিট ৪টি গৌরব পতাকা অর্জন করে ক্যাম্পের সেরাদের সেরা পুরস্কার অর্জন করে। ইয়ুথ ভয়েস এ একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের একজন রোভার অংশগ্রহণ করে শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয় সেইভ দ্যা এনভাইরনমেন্ট অ্যান্ড আর্ন মানি তে একাত্তরের সদস্যরা প্লাস্টিকের পুরাতন বোতল ব্যবহার করে গ্যাজেট তৈরি করে পুরস্কার অর্জন করে অ্যাডভেঞ্চার একাত্তরের মেয়ে ইউনিট সেরা ইউনিট পারফর্মার হিসেবে নির্বাচিত হয় এছাড়াও সকল চ্যালেঞ্জ এর মধ্যেই ছিল একাত্তর এর সফলতা। একনজরে একাত্তরের প্রাপ্তি সমূহঃ *একাত্তরের ২টি ইউনিটের অংশগ্রহণ *২জন ডিরেক্টর *২জন স্বেচ্ছাসেবক *একাত্তরের মুক্তিযুদ্ধ বিষয়ক গ্যালারী তৈরি *তাঁবু কলায় ৪টি অনার ফ্লাগ *সেরাদের সেরা ক্রেস্ট প্রাপ্তি *সেইভ দ্যা এনভাইরনমেন্ট অ্যান্ড আর্ন মানিতে সেরা উদ্ভাবনা ও ক্রেস্ট প্রাপ্তি *অ্যাডভেঞ্চারে সেরা ইউনিট হওয়া ও ক্রেস্ট প্রাপ্তি *ইউথ ভয়েস ফাইনেল পর্যন্ত অংশগ্রহন ও ক্রেস্ট প্রাপ্তি