অষ্টাদশ আঞ্চলিক রোভার মুট ২০১৭“ ২৬-৩১ ডিসেম্বর, ২০১৭ , বাহাদুরপুর, গাজীপুর ! !! মুট থিম- "শতবর্ষে রোভারিং সুনাগরিক প্রতিদিন" "Centennial Rovering Good Citizen Preparing" ৮০০০+ রোভার স্কাউট, ৭৩২ টি ইউনিট, ৪টি ভিলেজ, ৮টি সাব ক্যাম্প ৬ টি দিন ,১৪ টি অসাধারণ, রোমাঞ্চকর ,চ্যালেঞ্জিং ,শিক্ষামুলক ও আনন্দায়ক চ্যালেঞ্জ! ! সু-প্রভাত ( Morning),তাঁবু কলা(Camp Craft), হাইকিং (Hiking ), ইয়ুথ ভয়েস (Youth Voice), ক্যাম্প ফায়ার (Camp Fire), খেলাধুলা (Games), মেধা যাচাই (Knowledge Evaluation), তথ্য প্রযুক্তি (ICT), বাঁধা (Obstacle), সমাজ সেবা (Social Service), জিডিভি (Global Development Village) , ক্যারিয়ার প্ল্যানিং (Career Planning), কৃষ্টি ও সংস্কৃতি (Culture & Custom), আগমন ও ফেরা (Entry & Pack Up) এছাড়াও ছিল আকর্ষণীয় সব ইভেন্টস. রোভার মুট হল রোভার স্কাউটদের মহামিলনমেলা। দিন ও রাতের তীব্র কুয়াশাময় শীত অনেক উপভোগময় ছিল.আহা!প্রকৃতিতে শীতের কি আমেজ! বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আশা রোভারদের থেকে অনেক কিছু শিখতে পারলো একাত্তর মুক্তের রোভাররা,জানতে পারলো অনেক কিছু। ভিলেজ-১: ম্যাফেকিং ভিলেজ সাব ক্যাম্প-২ ;আসাদুজ্জামান সাবক্যাম্প. শতবর্ষ রোভারিং উদযাপনের সাক্ষী হতে পেরে একাত্তরিয়ানসরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত. সবমিলিয়ে অসাধারণ একটি ক্যাম্প উপহার দেওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশ স্কাউটস ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলকে . Amazing Experience! It was a great camp! Alhamdulillah, "Ekattur Open Scout Group Unit" have been successfully Participated in the 18th Regionalal Rover Moot 2017 !! One of the best & Memorable Camp ever !