একাত্তুর মুক্ত স্কাউট গ্রুপ - স্কাউট’স ওন ,দোয়া ও ইফতার অনুষ্ঠান ২০১৭ . ২০ জুন অনুষ্ঠিত হয়ে গেল একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট’স ওন ,দোয়া ও ইফতার অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ স্কাউটস ফাউন্ডেশনের প্লাটিনাম মেম্বার মুক্তিযোদ্ধা জনাব গোলাম মুস্তাফা। গ্রুপ সভাপতি প্রফেসর জনাব ড.নিজামউদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন! অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেনঃ জনাব মুঃ তৌহিদুল ইসলাম, জাতীয় কমিশনার (ফাউন্ডেশন), বাংলাদেশ স্কাউটস্ জনাব মোঃ মহসীন জাতীয় কমিশনার (প্রশিক্ষণ), বাংলাদেশ স্কাউটস্ জনাব মাহমুদুল ইসলাম, জাতীয় কমিশনার (প্রকল্প), বাংলাদেশ স্কাউটস্ জনাব আমিনুল এহসান খান (পারভেজ), জাতীয় উপ কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং), বাংলাদেশ স্কাউটস্ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - জনাব এ.কে.এম. সেলিম চৌধুরী, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস্ রোভার অঞ্চল জনাব মুঃ ওমর আলী, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস্ ঢাকা জেলা রোভার জনাব সৈয়দ জাহাঙ্গীল আলম, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ স্কাউটস্ ঢাকা জেলা রোভার আসলাম শিকদার, প্রোগ্রাম ডিরেক্টর, এটিএন বাংলা এছাড়াও ঢাকা জেলা রোভারের বিভিন্ন ইউনিটের রোভার স্কাউট লিডার ও সিনিয়র রোভার মেটবৃন্দ। স্কাউট’স ওন এর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানটিতে সকলের সাথে গরিব ,অসহায় কিছু পথশিশুদের একত্রে ইফতার করানো হয় এবং তাদের প্রত্যেককে ঈদ-উল-ফিতর্ উদযাপন করার জন্য ঈদের নতুন কাপড় বিতরণ করেন একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ। অনুষ্ঠানে দলের সিনিয়র রোভার মেট সাগর রায়হান ভাই এস.আর.এম. পদ থেকে বিদায় নেন। আমাদের সভাপতি স্যার তাঁকে বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেন। প্রাক্তন এস.আর.এম. সাগর রায়হান আমাদের গ্রুপের নতুন এস.আর.এম কাজী মোহাম্মদ মেহেদি হাসানকে তাঁর দায়িত্ব হস্তান্তর করে শুভেচ্ছা জানান। অত্যন্ত আনন্দঘন পরিবেশের মাধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপিত হয় । অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করতে ছিলেন একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক জনাব শ.ম. এনামুল হক , কোষাধ্যক্ষ রাজীব পাল, রোভার স্কাউট লিডার জনাব মুনীর আহমেদ ভূঁইয়া (ডায়মন্ড), গার্লস ইউনিটের রোভার স্কাউট লিডার জনাব মীর সিদ্দিকা বানু (হাসিন) এবং একাত্তুর মুক্ত স্কাউট গ্রুপের সকল রোভার সদস্যবৃন্দ। অসংখ্য ধন্যবাদ সকলকে একাত্তরের এবারের ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবং অসংখ্য ধন্যবাদ একাত্তুর মুক্ত স্কাউট গ্রুপের সবাইকে।