করোনা মহামারীর কারনে দীর্ঘ ২ বছর শারীরিকভাবে স্কাউটস ওন পালন না করতে পারলেও প্রতিবারের মত এবারও গত ২৩ এপ্রিল, ২০২২ (২২ রমজান, ১৪৪৩ হিজরি) রোজ শনিবার, গুলশান কমার্স কলেজে “একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ” আয়োজন করলো স্কাউট'স ওন ও ইফতার মাহফিল ২০২২ এবং আন্তঃ ইউনিট অনলাইন বিতর্ক প্রতিযোগিতা ২০২০ - সমগ্র বাংলাদেশ পর্ব এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান । এ বছর প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় জনাব আরমা দত্ত, শহীদ বুদ্ধিজীবী সন্তান, মাননীয় সংসদ সদস্য এবং মানবাধিকার কর্মী মহোদয়কে । এ বছর প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, মাননীয় উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয় ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল । এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস ও ঢাকা জেলা রোভারের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের রোভার স্কাউট লিডার ও সিনিয়র রোভার মেটবৃন্দ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেনঃ প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ব্যাডেন-পাওয়েল ফেলো সম্পাদক,রোভার অঞ্চল সভাপতি, একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ স্কাউটস ওন এর তাৎপর্য ও ব্যাখ্যা প্রদানের মধ্যদিয়ে শুরু হয় “স্কাউটস’ ওন”, এরপর একাত্তরের রোভাররা একে একে পরিবেশন করে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, মহান থেকে গীতা পাঠ, হামদ, নাতে-রাসূল, উপাখ্যান। স্কাউটস’ওনের পর আন্তঃ ইউনিট অনলাইন বিতর্ক প্রতিযোগিতা ২০২০ - সমগ্র বাংলাদেশ পর্ব এর পুরস্কার বিতরন করা হয় । অতিথিবৃন্দদের কাছে তুলে ধরা হয় একাত্তরের সমসাময়িক কর্মকান্ড নিয়ে একাত্তর মিডিয়া টিমের নির্মিত ডকুমেন্টারি। সভাপতির সমাপনী বক্তব্য এবং স্কাউটস ওনের মূল্যায়নের মধ্যদিয়ে শেষ হয় ইফতার ২০২২ এর আনুষ্ঠানিকতা।