ঢাকা মহানগরীর চলমান ট্রাফিক সপ্তাহ কার্যক্রমে ঢাকা মেট্টোপলিটন পুলিশকে সহায়তাদানের লক্ষ্যে আজ (০৫ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটস এর সদর দফতরের শামস্ হলে রোভার স্কাউটদের একটি ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন কোর্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে স্কাউটরা কিভাবে সহায়তা করতে পারে, রোভার স্কাউটদের ভূমিকা কি হবে, সড়কের শৃঙ্খলা রক্ষায় স্কাউটদের ভূমিকা বিষয়ে আলোচনা হয়। ওরিয়েন্টেশন কোর্স পরিচালনা করেন নাজমুন নাহার, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক), ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ইতোমধ্যে আজ সকাল থেকে সাইন্স ল্যাবরেটরী এলাকায় ৭২ জন রোভার স্কাউটের সদস্য ঢাকা মেট্টোপলিটন পুলিশের সদস্যবৃন্দকে সহায়তা করছে।
প্রধান অতিথি হিসেবে উক্ত কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান, মাননীয় কমিশনার, দুর্নীতি দমন কমিশন। সভাপতিত্ব করেন জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য), মোঃ শাহ্ কামাল, সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আছাদুজ্জামান মিয়া, কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, শুভেচ্ছা বক্তব্য রাখেন মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), ঢাকা মেট্রোপলিটন পুলিশ। স্বাগত বক্তব্য রাখেন আরশাদুল মুকাদ্দিস, নির্বাহী পরিচালক, বাংলাদেশ স্কাউটস। অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার ও জাতীয় উপ কমিশনারগণসহ ঢাকা মেট্টোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
একাত্তুর মুক্ত স্কাউট গ্রুপ থেকে ১জন রোভার ও ১জন গার্ল-ইন-রোভার উক্ত কোর্সে অংশগ্রহণ করে। তারা হল-
১. বিজয় আমিন
২. Nowshin Anjum Snigdha.