২০২২ সেশনে একাত্তর মুক্ত স্কাউট গ্রুপে যোগদানের সুযোগ।প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিজেকে আরও সমৃদ্ধ করার একটি অন্যতম উপায় হচ্ছে সহ-শিক্ষামূলক কার্যক্রমে
নিজেকে সম্পৃক্ত করা।আমরা বীরের জাতি, বিশ্বে আমরা বুক ফুলিয়ে বলতে পারি "দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়"।তবে এই চেতনাকে শুধু লালন করলেই হবে না, তা নিজের কর্মের মাধ্যমে প্রকাশ ঘটাতে পারলেই রয়েছে মূল সার্থকতা।সমাজের নানা রকম অনিয়ম, অসামঞ্জস্যতা ও ক্ষুধাকে দূর করার দায়িত্ব এই তরুণ প্রজন্মকেই নিতে হবে।হতে হবে আত্মমর্যাদায় বিশ্বাসী, হতে হবে একজন প্রকৃত মানুষ।
একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ বিশ্ব স্কাউট আন্দোলনের একটি অংশ। ভয়, সংকোচ, দ্বিধাবোধ, সংশয়, বাধা এগুলোকে পিছনে ফেলে নতুন নেতৃত্ব তৈরিতে কাজ করে যাচ্ছে একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ।মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে তারুণ্যের শক্তিকে সঞ্চার করে এগিয়ে চলছি আমরা। মুক্তিযুদ্ধের চেতনাকে একজন তরুণ তার কর্মের মাধ্যমে যেন তুলে ধরতে পারে, এটিই আমাদের মূল উদ্দেশ্য।