প্রতিবারের মত এবারও “একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ” আয়োজন করলো বার্ষিক ইফতার, স্কাউট’স ওন ও কৃতি স্কাউট সংবর্ধনা ২০১৯ গত ২৮মে ২০১৯ (২২ রমজান ১৪৪০ হিজরি) রোজ মঙ্গলবার,শামস হল, জাতীয় সদর দফতর, বাংলাদেশ স্কাউটসে ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় এ বছরের একাত্তরের ইফতার অনুষ্ঠান। একাত্তরের রীতি অনুযায়ী, প্রতি বছর প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় একজন স্কাউটার ও একই সাথে বীর মুক্তিযোদ্ধা এমন কাউকে। সেই রীতি অনুযায়ী এ বছর প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন স্কাউট-মুক্তিযোদ্ধা, বাংলাদেশ স্কাউটস এর প্রাক্তন জাতীয় কমিশনার ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেনঃ অধ্যাপক নাজমা শামস্, সভাপতি গার্ল-ইন-স্কাউট বিষয়ক জাতীয় কমিটি বাংলাদেশ স্কাউটস। জনাব মোঃ মহসীন, জাতীয় কমিশনার (প্রশিক্ষণ), বাংলাদেশ স্কাউটস। জনাব খান মোঃ পীর-ই আজম (আকমল), জাতীয় উপকমিশনার (সাপ্লাই সারভিস ম্যানেজমেন্ট), বাংলাদেশ স্কাউটস। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস ও ঢাকা জেলা রোভারের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের রোভার স্কাউট লিডার ও সিনিয়র রোভার মেটবৃন্দ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেনঃ প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ব্যাডেন-পাওয়েল ফেলো সভাপতি, একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ আসরের নামাজের পর তাৎপর্য ও ব্যাখ্যা প্রদানের মধ্যদিয়ে শুরু হয় “স্কাউটস’ ওন”, এরপর একাত্তরের রোভাররা একে একে পরিবেশন করে কুরআন তিলাওয়াত, গীতা পাঠ, হামদ, নাতে-রাসূল, উপাখ্যান। স্কাউটস’ ওন এর মূল্যায়ন করে গ্রুপ সভাপতি প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ স্যার। এরপর এক মিনিট নীরব প্রার্থনার মধ্যদিয়ে শেষ হয় “স্কাউটস’ ওন” “স্কাউটস’ ওন” পরিচালনা করে রোভার ওয়ালিদ ইবনে হাসান। স্কাউটস’ ওনের পর স্বাগত বক্তব্য রাখেন একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের সম্মানিত সম্পাদক শ. ম. এনামুল হক এরপর এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে কৃতিত্ব অর্জন করায় ১৪জন রোভারকে কৃতি স্কাউট সংবর্ধনা দেয়া হয়। কৃতিত্বপূর্ণ দায়িত্ব পালন করায় সম্মান জানানো হয় প্রাক্তন সিনিয়র রোভার মেট কাজী মোহাম্মাদ মেহেদী হাসান কে। এপ্রিল ২০১৯ এ হয়ে যাওয়া একাত্তরের ৫ম গ্রুপ ক্যাম্পে প্রথমস্থান অর্জনকারী উপদল “ক্রাক প্লাটুন” ও ২৬শে মার্চ “একাত্তরে স্বাধীনতা” অনুষ্ঠানে র্যাপিড কুইজে বিজয়ীদের পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা। একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ প্রতিবার আমন্ত্রণ জানায় রোভারদের অভিভাবকদের, এইদিন অভিভাবকরা একাত্তর সম্পর্কে তাদের মতামত প্রদান করে থাকে। অভিভাবকদের কাছে তুলে ধরা হয় একাত্তরের সমসাময়িক কর্মকান্ড নিয়ে একাত্তর মিডিয়া টিমের নির্মিত সর্ট ডকুমেন্টারি। বাকি অতিথিদের বক্তব্য ও সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে শেষ হয় ইফতার ২০১৯ এর আনুষ্ঠানিকতা। সম্পূর্ন অনুষ্ঠান উপস্থাপনা করে রোভার বিজয় আমিন ও রোভার সুমাইয়া লিজা। দোয়া পর্ব শেষে মাগরিবের আযানের পর শতভাগ হাইজেনিক ইফতার দ্বারা শামস হলে ইফতার করে আমন্ত্রিত অতিথি-লিডার-রোভার ও অভিভাবকেরা। মাগরিবের নামাজের শেষে ইফতার অনুষ্ঠানের মূল্যায়ন করে রোভার স্কাউট লিডার জনাব মুনির আহমেদ ভুঁইয়া জনাব রাজিব পাল মিসেস সিদ্দিকা রহমান ধন্যবাদ একাত্তরের সকল রোভারদের একটি অত্যান্ত সুন্দর অনুষ্ঠান পরিচালনা করার জন্যে।