কাত্তর মুক্ত স্কাউট গ্রুপ এর আয়োজনে গত ১৯শে মে, ২০২০ বিকাল ৪ঃ০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়ে গেলো "অনলাইন স্কাউটস ওন ২০২০"। এই করোনা পরিস্থিতিতে সকলে একত্রিত হতে না পারলেও ভার্চুয়ালি সকলে আমরা একত্রিত হয়েছিলাম এই "অনলাইন স্কাউটস ওন ২০২০" এ।
আমাদের অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে সুদূর নেপাল থেকে প্রধান মুক্তিযোদ্ধা ব্যক্তিত্ব হিসেবে যুক্ত ছিলেন জনাব, আক্কু চৌধুরী। যার বক্তব্য আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে।
আমাদের মাঝে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ এর সম্মানিত গ্রুপ সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ। উনার মূল্যবান বক্তব্য এবং মূল্যায়নের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের ইতি ঘটে।
সর্বশেষ এক মিনিট নীরব প্রার্থনার মাধ্যমে আমাদের এই আয়োজনের সমাপ্তি হয়।
একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ আমাদের সাথে উক্ত সময়ের পুরোটা জুড়ে যুক্ত থাকার জন্য।